
শ্রীবরদী প্রতিনিধি:
রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করতে ও সাধারণ ভোটারদের ৩১ দফা প্রস্তাবনা সম্পর্কে অবগত করতে শ্রীবরদী উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে মতবিনিময় অব্যাহত রেখেছেন ঢাকা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ এর বিজ্ঞ পিপি ও তরুণ প্রজন্মের অহংকার এডভোকেট এরশাদ আলম জজ।
২৫ শে জুলাই শুক্রবার তাতীহাটি ইউনিয়নের সালমারা ডুগডুগি বাজারে জুমার নামাজ আদায় শেষে
মতবিনিময় করেন তিনি। পরে তিনি নির্মানাধীন নতুন মসজিদের অজুখানা ও টয়লেট নির্মানে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। পরে বিকেলে কাকিলা কুড়া ইউনিয়নের গড়খোলা বাজারে স্থানীয় নেতা কর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে স্থানীয় এক হত দরিদ্র ব্যক্তি কে তারেক রহমানের পক্ষ থেকে একটি নলকূপ প্রদান করেন।
মতবিনিময় কালে এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন, বিগত ১৭ বছরে এ অঞ্চলের অনেক নেতা আপনাদের মাথা বিক্রি করে অর্থ কামিয়েছে। শূন্য থেকে বনে গেছেন কোটিপতির তালিকায়। কাকিলাকুড়াতে কি কোনো উন্নয়ন হয়েছে? বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তারেক রহমান আপনাদের পাশে রয়েছে। আগামী দিনে এ অঞ্চলের উন্নয়নের লক্ষে দল মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহব্বান জানান তিনি।