রেজাউল করিম রাজুঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা
৩১ দফা বাস্তবায়নের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে
বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ই জুলাই শনিবার রাতে শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা বাজারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে বক্তব্য রাখেন
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সাধারণ সম্পাদক, ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৪ এর পিপি এবং শেরপুর ৩ আসনের বিএনপি দলীয় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ।

এ সময় স্থানীয় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহীদ, গোসাইপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আব্দুর রউফ, রানী শিমুল ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ সহ তাতীহাটি ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।