শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের উদ্বোধন করা হয়েছে।
১৪ ই জুলাই সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবু সাদাত
মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন রুহিনা ইসরাত, মেডিকেল অফিসার জান্নাতুল নাঈম ডালিয়া, নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, এমটি ল্যাব মাহবুবুর রহমান শাহীন, সোহেল রানা, নার্সিং ইনচার্জ বৃথি, ডেন্টাল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমান সহউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার, স্টাফ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, শ্রীবরদী উপজেলাবাসি দাঁতের চিকিৎসার আধুনিকতার ছোঁয়া পাবে। দাঁতের রোগীরা প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা পাবেন। ফলে এখন চিকিৎসা নিতে শেরপুর কিংবা ময়মনসিংহে যেতে হবে না রোগীদের।