
শ্রীবরদী প্রতিনিধি:
রাষ্ট্র সংস্কারে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী
উপজেলার বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, ঢাকা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৪ এর পিপি
অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ। গত ১১ জুলাই বাদ জুমা শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া নতুন মসজিদ এলাকা, সন্ধ্যায় শালমারা ডুগডুগি বাজার এলাকায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি বলেন,“ ৫ ই আগস্ট ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট দুঃশাসন থেকে মুক্ত হয়েছি। ফলে আজ আমরা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছি। আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রুপরেখা ঘোষণা করেছেন। এটা সফলভাবে বাস্তবায়ন হলে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো। দেশের উন্নয়ন হবে। তারেক রহমান দেশের মানুষের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাই আগামী দিনে আপনাদেরকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বিএনপির মনোনীত প্রার্থীকে। দল যাকেই মনোনয়ন দেক না কেন সকল ভেদাভেদ ভুলে আমরা কাজ করে যাবো”।
পরে তিনি গোসাইপুর ইউনিয়নের শংকরঘোষ বাজারে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য এসএম জুবায়েল হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে মত বিনিময় করেন।
এ সময় নির্যাতিত বিএনপি নেতা এসএম জুবায়েল চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।