
রানা, শ্রীবরদী:
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দুই চিকিৎসককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৪ ই জুলাই সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য বদলীকৃত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ জেএম রাসেল হাসান ও কনসালটেন্ট ( শিশু) ডাঃ বিলকিস সুলতানা কে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বিদায়ী ২ চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট ও
উপহার সামগ্রী তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী দুই চিকিৎসক ডাঃ জেএম রাসেল হাসান ও ডাঃ বিলকিস সুলতানা।
বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বদলীকৃত ২ চিকিৎসকের কর্মজীবনের স্মৃতিমূলক নানা দিক তুলে বক্তব্য রাখেন।
এ সময় মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল নাঈম ডালিয়া, ডেন্টাল সার্জন ডাঃ রুনিয়া ইসরাত, জরুরী বিভাগের ইনচার্জ উপসহকারী মেডিকেল অফিসার মনিরুজ্জামান, নার্স সুপারভাইজার রহিমা খাতুন, এমটি ল্যাব মাহবুবুল আলম শাহীন, সোহেল রানা সহ কর্তব্যরত ডাক্তার, উপসহকারী মেডিকেল অফিসার, নার্স ও হাসপাতালের স্টাফরা উপস্থিত ছিলেন।