স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বাড়ছে চোরা চালান প্রতিনিয়ত পার্শ্ববর্তী ভারত থেকে অবাধে আসছে ভারতীয় পণ্য। আর চোরাচালান ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় এক বিএনপি নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে সোহাগ বাহিনীর সদস্যরা। গত ২৩ শে জুলাই বুধবার রাতে সীমান্তবতী কর্ণঝোড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
এতে আহত হয় স্থানীয় বিএনপির প্রচার সম্পাদক কমল মিয়া। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বিএনপি নেতা কমল মিয়া জানায়, স্থানীয় কর্ণঝোড়া বাজারের মৃত আজির মিয়ার ছেলে সোহাগ দীর্ঘদিন যাবৎ ভারতীয় ব্যবসা থেকে চাঁদাবাজি করে আসছে।
বুধবার রাতে কর্ণজোড়া বাজারের বিপুল মেম্বারের দোকানে গিয়ে আমার কাছে চাঁদা দাবি করে আমি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহাগ ও মারুফ আমার উপর হামলা চালায়। আমি চাঁদাবাজ সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান মেম্বার জানায়, সোহাগ দীর্ঘদিন থেকে এ সীমান্ত এলাকায় চাঁদার টাকা তুলে আসছে। বিএনপি নেতা কমলের উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযুক্ত সোহাগের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার সাথে আমি জড়িত নয়, আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদ বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।