স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য পরিণত হয়েছে প্রতিনিয়ত পার্শ্ববর্তী ভারত থেকে অবাধে আসছে ভারতীয় প্রসাধনী সামগ্রী, মাদক, গরু জিরা সহ নানা সামগ্রী
১০ ই জুলাই বৃহস্পতিবার ভোর সকালে
উপজেলার সীমান্ত জনপদের মারেক পাড়া এলাকা থেকে ৬ হাজার ৪ শত ৩২ পিস ফেইস ওয়াশ সামগ্রী আটক করে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান
প্রতিরোধের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর সকালে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক মো: এনামুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মারেকপাড়া এলাকা থেকে ৬ হাজার ৪ শত ৩২ পিস ভারতীয় ব্যান্ডের পন্ডস ফেইস ওয়াশ আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়াদৌড়ি করে পালিয়ে যায় চোরাকারবারি দলের সদস্যরা।

৩৯ বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ
সুবেদার মো: জামাল উদ্দিন মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন, আটকৃত মালামালের সিজার মূল্য ১৯ লক্ষ ২৯ হাজার ৩০০ টাকা।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে।