রানা, শ্রীবরদী
শেরপুরের শ্রীবরদীতে দুর্নীতি দমন কমিশন দুদকের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২১ শে জুলাই (সোমবার) দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সম্বনিত জেলা কার্যালয়ের উদ্যোগে ও শ্রীবরদী উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনা ও সহযোগিতায় শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সার ডিলার এ,কে,এম রুহুল আমিন কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদুল হক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সম্বনিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো: জিহাদুল ইসলাম।
এতে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী এম.এন.বি.পি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।
বিতর্কের প্রথম পর্বে জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়,
চূড়ান্ত পর্বে দেশের সার্বিক উন্নয়ন বাঁধাগ্রস্ত হওয়ার মূল কারণ দুর্নীতি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে শ্রীবরদী এম.এন.বি.পি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও তাতিহাটি আইডিয়াল স্কুল রানার্স আপ নির্বাচিত হয়।
দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল, শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান করা হয়।
এ সময় শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মো: আব্দুল্লাহ রানা, মাটি ফাটা জিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল, সিনিয়র সহকারী শিক্ষক রায়হানা ফেরদৌসী শিল্পী, তাতিহাটি আইডিয়াল স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক এসডি সোহেল রানা, রেজাউল করিম রাজু সহ শিক্ষক বৃন্দ, গণমাধ্যম কর্মী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।