
শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের জুয়া বিরোধী বিশেষ অভিযানে জুয়া খেলারত অবস্থায় ১৬ জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ শে জুলাই শুক্রবার গভীর রাতে উপজেলার ঝগড়ারচর বাজারস্থ ইদ্রিস মিয়ার স মিলের পূর্ব পাশে আনোয়ার হোসেনের নির্মাণাধীন হাফ বিল্ডিং ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মিলন মিয়া (২৬), শাহাদাত হোসেন (২৪), আলাল মিয়া (৩৫), বিল্লাল হোসেন (৪০), জসীমউদ্দীন (২০), শুকুর আলী (৩২), জহিরুল ইসলাম (৪২), এরশাদ আলী( ৩৫), রফিকুল ইসলাম রফিক (৩২), রহিম বাদশা (৪৫),উজ্জল মিয়া (২৫), মেছের আলী( ৫২), রুবেল মিয়া (২৮), কামাল হোসেন (২৫),হাসিব মোল্লা( ৩৭), ও আমিনুল ইসলাম কেডু (৪৪) ধৃতদের বাড়ী শ্রীবরদী, শেরপুর সদর ও ইসলামপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
পুলিশ জানায়, শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জুয়া মুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদের নেতৃত্বে এসআই সুলতান আহাম্মেদ, মোরশেদ আলম, আনাসউদ্দিন, এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল শুক্রবার গভীর রাতে ভেলুয়া ইউনিয়নের ঝগড়াচর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইদ্রিস মিয়ার স মিলের পূর্ব পাশে আনোয়ার হোসেনের নির্মানাধীন হাফ বিল্ডিং ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় ১৬ জন জুয়ারী জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা সহ গ্রেফতার করে। উদ্ধার করা হয় জুয়া খেলার আসর থেকে ৪০ হাজার ৭০ টাকা।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শুক্রবার বিকেলে জানায়, ধৃত ১৬ জন অত্র এলাকার পেশাদার জুয়ারী। তারা দীর্ঘদিন থেকে জুয়া খেলে আসছিল। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের শুক্রবার দুপুরে শেরপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে শ্রীবরদী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।