
শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের নবীন ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো: ফজলুল হক চৌধুরী অকুল।
৯ আগস্ট শনিবার সন্ধ্যায় পৌর এলাকার অন্তর্গত মাঠের জায়গা বাজারে পূর্ব ছন কান্দা গুচ্ছগ্রাম স্পোর্টিং ক্লাবের নবীন খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন শ্রীবরদী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী এক সময়ের মাঠ কাঁপানো ফুটবল তারকা খেলোয়াড় ফজলুল হক চৌধুরী অকুল।
এ সময় তাতিহাটি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, শ্রীবরদী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোরশেদ মন্ডল সহ পৌর, ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নবীন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।