
শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পথসভা ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে মধ্য বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আমীর মোঃ আজহারুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর -৩ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিস এ সুরা সদস্য আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল।
এ সময় তিনি বলেন, এখনতো ফ্যাসিস্ট সরকার নাই, তাহলে কেনো দেশের এ অবস্থা। মানুষের দোকান ঘর ভাংচুর করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে, রাস্তায় জনসম্মুখে পাথর মেরে মানুষ হত্যাসহ চাঁদাবাজি করছে। আমরা যখন প্রতিবাদ করলাম তখন তারা ফ্যাসিস্টদের ভাষায় গালি দেওয়া শুরু করলো, আমরা নাকি রাজাকার। তিনি আরো বলেন, ইসলামী দলগুলোর মধ্যে যাকেই মনোয়ন দেওয়া হবে আমি তার হয়েই কাজ করবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ নুরুল ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের ছাত্র শিবিরের সভাপতি মোখলেছুর রহমান ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মাওঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা কলাবাগান থানা শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। র্যালী শেষে একটি গণ মিছিল বের করে পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পথসভা ও মিছিলে জামায়াতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির ও ইসলামী আন্দোলনের সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করে।
অপরদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকেও সকালে পৌর শহরে গন মিছিলের আয়োজন করা হয়।