শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি, শিক্ষার্থী ও গ্রামবাসীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে শ্রীবরদী পৌর এলাকার পূর্ব তাতিহাটি আটা কান্দা তাহফিজুল কুরআন বালক – বালিকা মডেল মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি, শিক্ষার্থী ও গ্রামবাসীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শ্রীবরদী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মো: আলবেরুনী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হযরত নোমান নয়ন।
এ সময় উপজেলা যুবদল নেতা আরজু, ছাত্রদল নেতা রমজান আকন্দ, রোহিত তালুকদার, সাবেক কাউন্সিলর শাহ আলম, সাবেক ছাত্রনেতা তারিকুল ইসলাম পানু, ইমরান তালুকদার সহ অনেকেই উপস্থিত ছিলেন।