
শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া গ্রামে অসুস্থ বৃদ্ধা স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীবরদী উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দরা।
৯ আগস্ট শনিবার রাতে শ্রীবরদী উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মো: আল বেরুনীর নেতৃত্বে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা খোশালপুর কানিপাড়া গ্রামে গিয়ে অসুস্থ বৃদ্ধা নারীর শারীরিক খোঁজ খবর ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেয়া হয় পরিবারের হাতে।
যুবদল নেতা আবু রায়হান মো: আল বেরুনী বলেন, শেরপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক হযরত আলী, বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশের নির্দেশনায় তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় বিএনপি নেতা মাহফুজুর রহমান আঙ্গুর, লুৎফর রহমান হিটু, যুবদল নেতা আরজু, হুসাইন, শ্রমিক দল নেতা শহীদ, ছাত্রদল নেতা রোহিত তালুকদারসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।