শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকার বালিজুরি অফিসপাড়া এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ৩ টি গরু আটক করেছে তাঁওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি অভিযানিক দল।
২৪ শে আগস্ট রবিবার ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের তাঁওয়াকোচা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আলমগীরের নেতৃত্বে একটি টহল দল বালিজুরী অফিস পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারী দলের সদস্যরা।
তাঁওয়াকোচা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো:আলমগীর গরু আটকের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন, আটক গরু গুলোর সিজার মূল্য ১ লক্ষ্য ৮০ হাজার টাকা। গরু গুলোকে ময়মনসিংহ সদর দপ্তরে পাঠানো হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত তাঁওয়াকোচা বিজিবি ফাঁড়ির নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকায় ব্যাপক হারে মাদক ও চোরা চালান ব্যবসা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় একটি সঙ্ঘবদ্ধ চক্র পার্শ্ববর্তী ভারত সীমান্ত দিয়ে মাদকসহ অবৈধ পণ্য সামগ্রী এনে দেদারছে বালিজুরী বাজার, দুধনই, ছোট গজনী, তাওয়াকোচা টিলাপাড়া, রাবার বাগান, বালিজুরী অফিস পাড়া, খাড়ামোড়া, রাঙাজান এখন মাদক বিক্রির নিরাপদ স্পটে পরিণত হয়েছে। আর দীর্ঘদিন থেকেই স্থানীয় বিজিবি ক্যাম্পের নাম ভাঙিয়ে অফিসপাড়া এলাকার নূর নবী নামের এক ব্যক্তি চাঁদাবাজি কার্যক্রম অব্যাহত রাখছেন বলে জানিয়েছেন একাধিক সূত্র।