শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্তের মেঘাদল বাজার সংলগ্ন এলাকা থেকে শনিবার ভোর সকালে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৭২ বোতল মদ সহ ১ টি মটর সাইকেল আটক করেছে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি অভিযানিক দল।
৩৯ বর্ডার গাড বাংলাদেশ ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক মো: এনামুলের নেতৃত্বে একটি অভিযানিক দল শনিবার ভোরে টহল রত অবস্থায় চেক পোষ্ট পরিচালনা করে মদ সহ মটর সাইকেল আটক করে। এ সময় পালিয়ে যায় মদ বহনকারী মটর সাইকেল চালক।
কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার শাহ আলম মদ উদ্ধারের সত্যাতা স্বীকার করে শনিবার দুপুরে বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।