শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিক প্রসাধনী সামগ্রী, জিরা ও মোটরসাইকেল আটক করা হয়েছে।

১৯ শে আগস্ট মঙ্গলবার গভীর রাতে শ্রীবরদী সীমান্ত জনপদের বাবেলাকোনা ও চান্দাপাড়া পাহাড়ি গ্রামে অভিযান পরিচালনা করেন ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির পৃথক দুটি অভিযানিক দল। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক ও হাবিলদার আবুল কাশেম পৃথক চোরাচালান বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন। উদ্ধার করা হয় ভারতীয় ২৮০ পিছ পন্ডস ফেইসওয়াশ, ১টি ডিসকভার ব্যান্ডের মোটরসাইকেল, ২৪০ কেজি জিরা, ২০০০ ভারতীয় জিলেট গার্ড, ১০৮০০ পিছ জিলেট গার্ড কার্টিজ ও ১২০০ শত ভারতীয় স্কিন সাইন ক্রিম।

কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক মঙ্গলবার সকালে মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে বাবেলাকোনা ও রাত সাড়ে ৪ টায় চান্দাপাড়া গ্রামে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয় মোটরসাইকেল, জিরা ও ভারতীয় কসমেটিক প্রসাধনী সামগ্রী। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারী দলের সদস্যরা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে।