শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির চোরা চালান বিরোধী অভিযানে ভারতীয় শাড়ি, জনসন বেবি শ্যাম্পু ও বিপুল পরিমাণ জিলিট ব্লেড আটক করা হয়েছে।
২৬ শে আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের জামতলা প্রজেক্ট এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা মালামাল আটক করে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি অভিযানিক দল।
কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে হাবিলদার আবুল কাশেম সঙ্গীয় বিজিবির একটি দল এ অভিযান পরিচালনা করেন। আটক করা হয় ১ শত ভারতীয় শাড়ি, ১ লক্ষ ২০ হাজার পিচ জিলিট ব্লেট ও ২৫৮ টি জনসন বেবি শ্যাম্পু। যার আনুমানিক সিজার মূল্য ১০ লক্ষ ৮৭ হাজার চারশত টাকা।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ কর্ণজোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যায় জানায়, উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে সীমান্তবতী জামতলা প্রজেক্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় চোরা কারবারি দলের সদস্যরা।
সীমান্তে চোরাচালান ও অপরাধ নির্মূলে বিজিবির টহল ও গোয়েন্দা নজরধারী বাড়ানো হয়েছে।