শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের বাবেলাকোনা গ্রামে প্রতিষ্ঠিত শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দিরের নতুন ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২ আগস্ট শনিবার দুপুরে নতুন ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রবীণ ব্যক্তিত্ব শ্রী যুদ্ধরাম বর্মন।
মন্দির কমিটির সভাপতি ও শ্রীবরদী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সভাপতি লিটন প্রসাদ রায়ের সভাপতিত্বে এ সময় স্থানীয় সমাজসেবক ও বিএনপি নেতা দুলাল মাহমুদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সনাতন বর্মন, সহ-সভাপতি রাজবিহারী কোচ, বদিউজ্জামান, হায়দার আলী, আব্দুল হান্নান, শ্রী পরিতোষ বর্মন, বীরেন বর্মন সহ স্থানীয় আদিবাসী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্দিরের সভাপতি শ্রী লিটন প্রসাদ রায় জানান,১৯৫৩ সালে ভারত সীমান্ত ঘেষা এ পাহাড়ি জনপদের বাবেলাকোনা গ্রামে শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর এ মন্দিরে মেলা ও পূজার আয়োজন করা হয়। শেরপুর জেলা প্রশাসন ও শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা মন্দিরটিতে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি।