শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
৪ ই আগস্ট (সোমবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, সহকারী অধ্যাপক ডাঃ‌ রিয়াজুল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর ইসলাম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক একেএম মাসুদুর রহমান মাসুদ,নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যম কর্মী, ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য জাতীয় পুষ্টি সপ্তাহে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় উপজেলার দুইটি মাধ্যমিক ও একটি প্রাথমিকসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।