শ্রীবরদী প্রতিনিধি:
আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, শত শত ভক্ত অনুসারীদের চোখের জলে, না ফেরার দেশে পাড়ি জমালেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক সফল চেয়ারম্যান, সীমান্ত জনপদের বর্ষিয়ান ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রাজ্জাক মজনু চেয়ারম্যান।

১৫ ই আগস্ট শুক্রবার বিকেল সাড়ে তিনটার
সময় তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কণ্যা সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন যাবত তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ফলে চলাফেরা করতে পারেনি। ১৬ ই আগস্ট শনিবার সকালে বুড়ই কুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বর্ণাঢ্য কর্ম জীবনে তিনি বিপুল ভোটে ৩ বার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। পরবর্তীতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। সীমান্ত জনপদের বসবাসরত আদিবাসী সম্প্রদায়ের জনসাধারণের কাছে তিনি জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
ন্যায় বিচারক হিসেবেও তিনি অত্র ইউনিয়নে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সীমান্তবর্তী ইউনিয়নের গ্রামীন অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে তিনি রেখে গেছেন বিশেষ অবদান।
ফলে দল মত নির্বিশেষে তিনি সবার কাছেই গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার অকাল মৃত্যুতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল,শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দিন, ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ এর পিপি এডভোকেট এরশাদ আলম জজ, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন দুলাল, উপজেলা যুবদল আহব্বায়ক আবু রায়হান মো: আলবেরুনী, শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মো: আব্দুল্লাহ রানা, দৈনিক সংগ্রামের শেরপুর জেলা প্রতিনিধি মো: জাকির হোসেন, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোখলেসুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক সোহাগ, সাংগঠনিক সম্পাদক মুরাদ সরকার, তরুণ সমাজসেবক মাহবুবুর রহমান বিপ্লব গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।