
শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৩ ই সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল বর্ণাঢ্য র্যালীর নেতৃত্বে ছিলেন।
পরে পৌর শহরের পশ্চিম বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভার। এতে বিএনপি’র ঐতিহ্য, বাংলাদেশের উন্নয়নে বিএনপির অবদান,দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের অবদান আত্মত্যাগ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন আব্দুর রহিম দুলাল, আব্দুল্লাহ আল মামুন দুলাল, ফাজলুল হক চৌধুরী অকুল প্রমুখ।
এ সময় উপজেলা, পৌরসভা, ১০ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।