মার্কেটিং অফিসার থেকে আমার প্রিয় সহকর্মী ও বন্ধু হয়ে ওঠে আলফা এগ্রো কোম্পানি লিমিটেডের একনিষ্ঠ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম।
আমি তাকে শরিফুল বলে ডাকতম। আজ তাকে বিদায় দিতে গিয়ে মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে। দীর্ঘ সময় ধরে সে আমাদের সঙ্গে এক পরিবার হয়ে কাজ করেছে। তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ, সততা এবং হাসিমাখা মুখ আমার প্রতিদিনের কাজকে সহজ ও আনন্দময় করে তুলেছিল।
আমার ব্যবসার উন্নতির প্রতিটি ধাপে তাঁর অবদান ছিল অমূল্য। সমস্যার মুহূর্তে তিনি ছিলেন সাহসের প্রতীক, আর সফলতার সময় ছিলেন আনন্দ ভাগাভাগির সঙ্গী। তাঁর কর্মদক্ষতা যেমন প্রশংসনীয়, তেমনি তাঁর সৌজন্য আর মানবিক আচরণ আমাদের সবার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
আজ তিনি প্রমোশন পেয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন। এটি আমাদের জন্য যেমন গর্বের, তেমনি তাঁর শূন্যতা আমাদের অনুভূতিকে ব্যথিত করছে। আমার পরিবার, আমার দোকানের স্টাফ ও আমি জানি তাঁর কর্মচিহ্ন, তাঁর স্মৃতিগুলো প্রতিদিন আমাদের চোখে ভেসে উঠবে এবং তাঁকে মিস করব প্রতিটি পদক্ষেপে।
আমি তাঁর নতুন যাত্রার জন্য হৃদয় থেকে শুভকামনা জানাই। তিনি যেন নতুন দায়িত্বে আরও সমৃদ্ধি, সম্মান ও সফলতা অর্জন করেন—এই প্রার্থনা করি।
শুভেচ্ছান্তে,
মেসার্স কালাম এন্টারপ্রাইজ।
পরিবেশক: আলফা এগ্রো কোম্পানি লিমিটেড। ঝগড়ারচর বাজার, শ্রীবরদী,শেরপুর।