শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের কংশা ইউনিয়নের মায়াবিল নামক এলাকা থেকে বিজিবির অভিযানে ১৩২ পিচ ভারতীয় শাড়ী উদ্ধার হলেও আটক হয়নি কোনো চোরাকারবারী।
১২ ই সেপ্টেম্বর শুক্রবার রাতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাওয়াকোঁচা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী ভারত থেকে চোরের পথে আনা ১৩২ পিচ শাড়ি আটক করে। বিজিবির দাবী ৩ লক্ষ ৯৬ হাজার টাকা মূল্যের ৩৫ টি সূর্যমুখী ও ৯৭ টি তুলসী শাড়ি আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারি দলের সদস্যরা।
তবে স্থানীয় একটি সূত্র জানায়, তাওয়াকোচা গ্রামের জৈনক আফসার মিয়া দীর্ঘদিন যাবৎ এ সীমান্তে চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। বিগত সময়ে তার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয়। বর্তমানকালেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর লাইনম্যান পরিচয় দিয়ে গভীর রাত পর্যন্ত সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ কিছু স্থানে অবস্থান করে চোরাকারবারীদের তথ্য দিয়ে সহযোগিতা করছে। তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির অধীনস্থ রাঙাজান লেবু বাগান, বালিজুরি অফিসপাড়া, ছোট গজনী, দুধনই, রাবার বাগান সহ বিভিন্ন স্থান দিয়ে প্রায় প্রতিরাতেই মাদকের সাথে আসছে ভারতীয় পণ্য সামগ্রী।
তাওয়াকোচা সীমান্ত ফাড়ির ইনচার্জ ভারতীয় শাড়ি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।







