শ্রীবরদী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরের শ্রীবরদীতে।
উপজেলা বিএনপির উদ্যোগে ৩ই সেপ্টেম্বর বুধবার সকালে পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি'র সাবেক সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী রংবেরঙের ফেস্টুন ও শোভাযাত্রা নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে অংশগ্রহণ করেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
পরে সাতানী মথুরাদী ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি'র ঐতিহ্য, বাংলাদেশের উন্নয়নে বিএনপির অবদান সহ উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মো: আল বেরুনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আঙ্গুর। এতে রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ এর বিজ্ঞ পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট এরশাদ আলম জর্জ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবিএম শামীম কবির, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক আলহাজ্ব সোলেমান কবির প্রমুখ।
এ সময় শ্রমিক দল নেতা শহিদুর রহমান শহীদ, যুবদল নেতা আরজু, হুসাইন, আলিম, বাঁধন, রাশেদ, মন্টু কাজী, উজ্জল, মুস্তাফিজ, ছাত্রদল নেতা রোহিত তালুকদার সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।