শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী পৌর শহরে ফাজিসিয়ান স্যাম্পল দোকানে রাখা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৩ ফার্মেসি মালিক কে জরিমানা প্রদান করা হয়েছে।
৩ ই সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের ঔষুধের দোকানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের একটি টিম।
এ সময় আকতার মেডিকেল হলকে ৬ হাজার টাকা, সুদীপ মেডিকেল হলকে ৪ হাজার টাকা ও সাঈদ মেডিকেল হলকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা প্রদান করেন শেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আরিফুল ইসলাম।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মাসুদুর রহমান সহ শ্রীবরদী থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।