
শ্রীবরদী প্রতিনিধি:
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের কর্ণঝোড়া রাবার বাগান এলাকা থেকে প্রায় ৫৪ হাজার ভারতীয় জিলেট ব্লেড ভর্তি একটি অটো ভ্যান আটক করা হয়েছে।
৩ই সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির চৌকস ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল কর্ণঝোড়া রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় রাতের আঁধারে বিজিবির উপস্থিতি টের পেয়ে অটো ভ্যানচালক সহ চোরাকারবারি দলের সদস্যরা পালিয়ে যায়।
৩৯ কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার আবু বকর সিদ্দিক মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে জানান, উদ্ধারকৃত জিলেট ব্লেডের সিজার মূল্য প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা, আটককৃত অটো ভ্যানের সিজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
কর্ণজোড়া বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় চোরা চালান সহ অপরাধ নির্মূলে বিজিবি সব সময় তৎপর রয়েছে।পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। একাধিক টহল টিম গুরুত্বপূর্ণ এলাকায় দিনরাত টহল কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়িতে ক্যাম্প ইনচার্জ হিসেবে নায়েক সুবেদার আবু বকর সিদ্দিক যোগদানের পর থেকেই তার অধীনস্থ হাবিলদার আবুল কাশেম কে নিয়ে সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছেন। পাশাপাশি গত কয়েক দিনের অভিযানে উদ্ধার করা হয়েছে কয়েক লক্ষ টাকার ভারতীয় পণ্য সামগ্রী।