শ্রীবরদী প্রতিনিধি:
বৃষ্টির পানিতে বিদ্যালয়ের পাশের পুকুরে পানি বৃদ্ধি পাওয়ায়  শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উত্তর পাশে ভেঙে পড়েছে। ভবনের ৩টি বেজের মধ্যে দুটিই ভেঙে  গেছে। ফলে যেকোনো সময় ধ্বসে  যেতে পারে বিদ্যালয়ের ভবনটি। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানায়, ১৯২০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের পাশে পুকুর থাকায় চলতি বর্ষা মৌসুমে পুকুরের পানি বৃদ্ধি পাওয়ায় পুকুরের একটি পাড় পানিতে ভেঙ্গে যায়। এতে দেখা দেয় বিদ্যালয়ের এক পাশে ভাঙ্গন।
শিক্ষক এলাকাবাসীরা মিলে মাটি, বাশ ও বস্তা  দিয়ে মেরামত করলেও গত রবিবার টানা বর্ষণে ফের ভেঙে যায় বিদ্যালয় ভবনের উত্তর পাশের দুটি বেজ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতিন জানান, ২০০১ সালে নির্মিত ভবনটির একাংশ গত জুলাই মাসে ভারী বর্ষণে ভেঙে যায়। গত দুদিন আগে টানা বর্ষণে বিদ্যালয়ের সম্মুখে পুকুরের পানি বৃদ্ধি পাওয়ায় ধ্বসে যায় শিশু শ্রেনীর কক্ষের বেজ দুটি। যে কোনো মুহূর্তে ধ্বসে যেতে পারে বিদ্যালয় ভবনটি। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে শিক্ষার্থীরা। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম    জানায়, বিদ্যালয়ে মাটি ভরাটের জন্য  ইতিপূর্বেই প্রস্তাবনা পাঠিয়েছি। বরাদ্দ পাওয়া গেলে মাটি ভরাটের কাজ করে দেয়া হবে।