শেরপুর প্রতিনিধি:
পারিবারিক বিরোধের জের ধরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চলছে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে।
আর এ অভিযোগ উঠেছে রহমতপুর গ্রামের মৃত আব্দুর রহিম সরকারের পুত্র জহরুল হক ও তার কন্যার বিরুদ্ধে।
এ ঘটনায় নিরাপত্তা হীনতায় রয়েছে মৃত আব্দুল জব্বারের অসহায় পরিবারের সদস্যরা। গত ২১ শে সেপ্টেম্বর রাতে জহুরুল হক ও তার স্ত্রী কন্যা সহ ভাড়াটে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মৃত আব্দুল জব্বারের মেহেগনি ও কলা বাগানে ঢুকে নির্বিচারে কেটে ফেলে প্রায় তিন শতাধিক গাছপালা।
চলতি বছরের জুলাই মাসে আব্দুল জব্বার মারা যাওয়ার পর থেকেই জুব্বারের সহোদর বড় ভাই পরিকল্পিতভাবে তার জমি দখলের পায়তারা করছে।
জানা যায়, রহমতপুর গ্রামের মৃত আব্দুর রহিম সরকার জীবিত থাকা অবস্থায় তার ৪ পুত্র ও ৪ কন্যাকে সমান হারে জমিজমা ভাগ করে দিয়ে যায়। বড় সন্তান জহুরুল হক বিভিন্ন সময়ে তার জমি বিক্রি করেন।
গত দুমাস পূর্বে আব্দুল জব্বারের মৃত্যুর পর থেকেই তার জমির উপর নজর পড়ে বড় ভাই জহুরুল হক ও তার পরিবারের সদস্যদের। বিভিন্ন সময়ে হুমকি দেয়া হয় জব্বারের পরিবারকে। বর্তমানে জমি দখলের জন্য চলছে প্রস্তুতি।
এ প্রসঙ্গে মৃত জব্বারের পুত্র জাকিউল হাসান বলেন, আমার জেঠা আমাদের জমি দখল করতে চাচ্ছে জোরপূর্বক ভাবে। গত কয়েকদিন আগে তারা আমাদের বাগানে ঢুকে গাছপালা কেটে ফেলেছে। তাদের ভয়ে আমরা নিরাপত্তহীনতায় রয়েছি।
অপরদিকে অভিযুক্ত জহরুল হকের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।