
শ্রীবরদী প্রতিনিধি:
জাতীয়তাবাদী মহিলা দল শ্রীবরদী পৌর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলা বিএনপির
দলীয় কার্যালয়ে মহিলা দলের সাংগঠনিক কর্ম তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী পৌর মহিলা দলের সভানেত্রী ও পৌরসভার সদ্য বিলুপ্ত পরিষদের প্যানেল মেয়র শান্তি বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা নার্গিস বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলা দলের সাংগঠনিক কর্ম তৎপরতা বৃদ্ধি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নারী নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি
ফজলুল হক চৌধুরী অকুল।
এ সময় পৌর মহিলা দল ও ৯ টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের মহিলা দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।