
শ্রীবরদী প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) সমগ্র মুসলিম উম্মাহর জন্য অনন্য মর্যাদার দিন। এ দিনেই বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর আগমন ঘটে। তাঁর আগমনে মানবসভ্যতা মুক্তির আলোয় উদ্ভাসিত হয়, অন্ধকার থেকে মানুষ খুঁজে পায় সত্য, ন্যায় ও শান্তির দিশা। তাই এ দিনটি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার আবেগে মুসলিম সমাজে গভীর তাৎপর্য বহন করে।
এই পবিত্র দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে স্মরণ করার লক্ষ্যে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজন করা হয় একটি বিশেষ নাশতা পরিবেশনের অনুষ্ঠান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এবং আগত সেবাগ্রহীতাদের জন্য পরিবেশিত এ নাস্তা ছিল স্বাস্থ্যসম্মত, উন্নত মানের ও পরিপূর্ণ আতিথেয়তায় ভরপুর।
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পরিবেশিত এই নাস্তা শুধু খাদ্যগ্রহণের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক বন্ধনের এক সুন্দর প্রতিফলন। নাস্তা পরিবেশন উপলক্ষে সবার মাঝে আলোচিত হয় নবী করীম (সঃ)-এর আদর্শ, তাঁর জীবনের শিক্ষা এবং মানবতার কল্যাণে তাঁর ত্যাগ-তিতিক্ষার অনন্য উদাহরণসমূহ।
শ্রীবরদীর সুযোগ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. এ.এস এম. মফিদুল ইসলাম স্যার বলেন, “এ ধরনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মহানবী (সঃ)-এর জীবনাদর্শ অনুসরণের প্রেরণা জোগায়। সমাজের প্রতিটি স্তরে শান্তি, সহযোগিতা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য এমন আয়োজন আমাদেরকে শক্তি যোগায়।”