শ্রীবরদী প্রতিনিধি:
দীর্ঘদিন থেকে অযত্নে অবহেলায় পড়ে থাকা
শ্রীবরদী পৌর এলাকার পূর্ব ছনকান্দা গুচ্ছগ্রামে বসবাসকারী বাসিন্দাদের সুবিধার্থে সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের পক্ষ থেকে বিদ্যুতের লাইন ও বাতি স্থাপন করা হয়েছে।
ফলে দীর্ঘদিন থেকে অন্ধকারে থাকা গুচ্ছগ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। ১২ ই সেপ্টেম্বর শুক্রবার রাতে পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে গুচ্ছগ্রামে গিয়ে বিদ্যুতের বাতি লাগানো কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীবরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভা নির্বাচনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী মো: ফজলুল হক চৌধুরী অকুল।

এ সময় পৌর যুবদলের আহবায়ক আমিনুল তানজিল মিস্টার, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও মোরশেদ মন্ডল, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাসুদুর রহমান মাসুদসহ পৌর বিএনপির নেতাকর্মী ও গুচ্ছগ্রাম বসবাসকারী বাসিন্দারা উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন থেকেই যথাযথ কর্তৃপক্ষের তদারকি না থাকায় গুচ্ছগ্রামের বাসিন্দারা নাগরিক সেবা থেকে বঞ্চিত। আলোর ব্যবস্থা না থাকায় বাসিন্দাদের অন্ধকারেই চলাফেরা করতে হতো। পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের ভোটার হলেও তারা পৌরসভা থেকে তেমন কোনো সুযোগ-সুবিধা পায়নি। দীর্ঘদিনের দাবি ছিল তাদের গুচ্ছগ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হবে । আর তাদের এই দাবি বাস্তবায়নে এগিয়ে এলেন সাবেক এমপি রুবেল ও বিএনপি নেতা অকুল চৌধুরী।