শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী
সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা পাহাড়ি গ্রাম থেকে মালিক বিহীন ২৮৪ বোতল ভারতীয় ব্র্যান্ডের মদ আটক করেছে বিজিবি।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশে সোমবার গভীর রাতে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত জনপদের বাবেলাকোনা গ্রামে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮৪ বোতল ভারতীয় ব্র্যান্ডের বিভিন্ন মদের বোতল আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক পাচারকারী দলের সদস্যরা।

কর্ণজোড়া বিজিবি সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে মাদক উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত ২৮৪ বোতল মদের সিজার মূল্য ২ লক্ষ ২৬ হাজার টাকা। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। গুরুত্বপূর্ণ স্থান গুলোতে গোয়েন্দা নজরধারী ও টহল জোরদার করা হয়েছে।