
শ্রীবরদী প্রতিনিধি:
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে গণসংযোগের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম সোহানের উদ্যোগে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে শ্রীবরদী পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। লিফলেট বিতরণকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয় স্থানীয় বাজারের ভোটারদের কাছে।
এ সময় শ্রীবরদী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান বাবু কমিশনার, পৌর কৃষক দলের নেতা বিল্লাল তালুকদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।