শেরপুর প্রতিনিধি:
জাতীয় পার্টি শেরপুর জেলা শাখার একাংশের নতুন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় পার্টি (আনিস -হাওলাদার) একাংশের
৭৩ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টি দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান কর্তৃক স্বাক্ষরিত এক কমিটিতে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান কে আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে সদস্য সচিব সৈয়দ আতর আলী চেয়ারম্যান, অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা, তাজুল ইসলাম হেলাল চেয়ারম্যান, নুরুল ইসলাম মিন্টু, ডাক্তার রফিকুল ইসলাম বেলাল, হারুন জিলানি সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান
খোরশেদ আলম ফর্সা, নওয়াব আলী চেয়ারম্যান, আবু সাঈদ খোকন ও আবু বকর সিদ্দিক খোকাকে যুগ্ন আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। দলের ত্যাগী নেতাদের নিয়ে গঠন করা হয়েছে ৭৩ সদস্য বিশিষ্ট নতুন এ আহ্বায়ক কমিটি। জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বলেন, পূর্বের কমিটি বিলুপ্ত করে সংগঠনের কার্যক্রম কে গতিশীল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে দলকে সু সংঘটিত করতে
দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশ ক্রমে দলের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কমিটির অনুমোদন দিয়েছেন।