শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে উপজেলায় শৃঙ্খলা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স সমন্বয় কমিটি, উপজেলা পরিষদের মাসিক সভা এবং মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নবাগত নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ, জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর,
শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হালিম, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মো: আব্দুল্লাহ রানা, সাংবাদিক তাসলিম কবির বাবু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী , জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যারা উপস্থিত ছিলেন






