শ্রীবরদী প্রতিনিধি:
বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল সহ বিএনপি’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল।
লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে রহমান আতাউর নামে একটি ফেসবুক একাউন্ট থেকে শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল সহ বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি’র নেতাকর্মীদের বিভিন্ন প্রোগ্রামের ছবি পোস্ট করে আপত্তিকর শব্দ ব্যাবহার করা হচ্ছে। গত শনিবার (১১ অক্টোবর) রাতে জিয়াউর রহমান মানিক নামে এক চাল ব্যবসায়ীর ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ করে প্রশাসন। কিন্তু ওই চাল ব্যবসায়ীর সাথে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালের সাথে যোগসাজস রয়েছে বলে একটি চক্র রহমান আতাউর নামে ফেসবুক আইডিতে অপপ্রচার চালাচ্ছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আব্দুর রহিম দুলাল।
তিনি বলেন, আমার বাবা শ্রীবরদী বিএনপি’র প্রতিষ্ঠাতা ছিলেন। আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি কোন দালালি করি না। আমি রাজনীতি করি জনগণের জন্য। আমার বাবা যে পরিমান সস্পদ রেখে গেছে, আমি সারা জীবন বসে খেলেও শেষ করতে পারব না। তিনি আরও বলেন, রহমান আতাউর নামে একটি ফেসবুক আইডি থেকে শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা অত্যন্ত মানহানিকর ও দুঃখজনক। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই অপপ্রচার আমরা দ্রুত আইনানুগ ভাবে মোকাবেলা করব।
সংবাদ সম্মেলনে পৌর যুবদলের আহব্বায়ক তানজিল আহমেদ মিস্টার, শ্রীবরদী শিল্প ও বনিক সমিতির সহ-সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির খান, বিএনপি নেতা জালাল উদ্দিন, ওলামা দলের আহবায়ক হাফেজ মাসুদুর রহমান মাসুদ সহ দলীয় নেতা কর্মী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







