শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ অক্টেবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টার সার্জন ডা. রুনিয়া ইসরাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, মিডওয়াইফ সহ বিভিন্ন এনজিওর সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালী বের হয়।







