শ্রীবরদী প্রতিনিধি:
শ্রীবরদী ঝিনাইগাতী নির্বাচনী এলাকার বিএনপি দলীয় ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য বিএনপি’র বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম ডাক্তার সেরাজুল হকের ৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২৮ শে অক্টোবর মঙ্গলবার বাদ জোহর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম সেরাজুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার মুকাদ্দেস মাওলানা খাদেমুল ইসলাম।
এ সময় বিএনপি নেতা আব্দুর রহিম দুলাল, আব্দুল্লাহ আল মামুন দুলাল, আবু হরিজ বাচ্চু মেম্বার সহ বিএনপি ও তাঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।






