
শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার আলোচিত
নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণ পরবর্তীতে
ধর্ষণের ঘটনায় দায়ের কৃত মামলার প্রধান আসামী সজিব ওরফে সাইফুল( ৩৪) কে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ ই অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আলোচিত মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহানের নেতৃত্বে শ্রীবরদী থানা পুলিশ ও সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানী ঢাকার উত্তরখান থানাধীন কাঁচকুড়া বাজার এলাকা থেকে আটক করা হয়।
ধৃত সজীব ওরফে সাইফুল শ্রীবরদী উপজেলার গিলা গাছা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে অধ্যায়নরত ঐ স্কুল ছাত্রীর সাথে সজীবের ১ বছর পূর্বে পরিচয় হয়।গত ১৫ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় ভিকটিম বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়ে সন্ধ্যা অবধি ফেরত না আসলে আত্মীয় স্বজন সহ সম্ভাব্য স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে শ্রীবরদী থানায় ভিকটিমের পিতা সাধারন ডাইরী করেন।
গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ভিকটিম আকস্মিকভাবে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে। ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে, ধৃত অভিযুক্ত ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় স্কুলে যাওয়ার পথিমধ্যে হতে সিএনজি যোগে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। ধৃত অভিযুক্ত গত ১৫ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ হতে ২৩ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ পর্যন্ত ঢাকায় অজ্ঞাত স্থানে রেখে নাবালিকা ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। ধৃত অভিযুক্ত নাবালিকা ভিকটিমকে বিবাহ না করে ভয়-ভীতি প্রদর্শন করে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় রেখে কৌশলে পালিয়ে যায়।
এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শ্রীবরদী থানায় অপহরন করত: ধর্ষন মামলা দায়ের করেন।
যার মামলার নং-১৮, তারিখ-২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি, ধারা- ৭/৯(১) নারী শিশু নিয়ার্তন দমন আইন ২০০০(সংশোধিত ২০২৫)।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো: শাহ জাহান বলেন, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত সজীব গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে ঢাকার উত্তরখান এলাকা থেকে আটক করা হয়। শনিবার দুপুরে তাকে শেরপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।