শ্রীবরদী প্রতিনিধি:
সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীবরদী উপজেলার বসবাসরত হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
মঙ্গলবার রাতে তিনি শ্রীবরদী পৌর এলাকায় অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা মন্ডপগুলো পরিদর্শনে এসে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও তার ব্যক্তিগত তহবিল থেকে দূর্গা পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় সাবেক এমপি রুবেলের সহধর্মিনী ফরিদা হক দীপা, একমাত্র কন্যা রুবাইদা হক রিমঝিম, উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী অকুল, এসএম সোহান, এডভোকেট রেজোয়ান উল্লাহ, মাহফুজুর হক মোল্লা ছাত্রদল নেতা রোকন, উপজেলা পূজা উদযাপন ফন্টের সভাপতি নব কুমার সাহা শম্ভু, সাধারণ সম্পাদক সেতু সাহা, প্রণব সাহা সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সনাতন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।







