শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার প্রান্তিক পর্যায়ের ৭ শত চাষীর মাঝে আগাম শীতকালীন শাক সবজির বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি ও মাঠে চাষ যোগ্য জমিতে রোপনের লক্ষ্যে মঙ্গলবার ( ১৪ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চাষীর মাঝে শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, প্রান্তিক পর্যায়ের কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বসতবাড়িতে চাষ যোগ্য ২৪০ জন ও মাঠে চাষ যোগ্য ৪৪৫ জন সহ ৭শত জন প্রান্তিক চাষীদের মাঝে বেগুন, পালং শাক, লাল শাক, মটর শুটি, লাউ, বাটি শাক, মিষ্টি কুমড়া ও শশা সহ বিভিন্ন ধরনের ( ইনব্রিড ও হাইব্রিড) বীজ ও প্রত্যেককে ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি হারে রাসায়নিক সার বিতরণ করা হয়।







