শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্তের হাতিবর টিলাপাড়া পাহাড়ি গ্রাম থেকে মালিক বিহীন ৩ টি গরু ও হারিয়াকোনা এলাকা থেকে ১৫৫ বোতল ভারতীয় ব্র্যান্ডের মদ আটক করেছে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির পৃথক দুটি অভিযানিক দল।
সোমবার বিকেলে কর্ণঝোড়া বিওপির হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল রানীশিমুল ইউনিয়নের পাহাড়ি গ্রাম হাতিবর টিলা পাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা মালিকবিহীন ১টি গরু, ২ টি বাছুর গরু আটক করে।
অপরদিকে সোমবার গভীর রাতে হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে একটি অভিযানিক দল সীমান্ত জনপদের হারিয়াকোনা গ্রাম থেকে মালিক বিহীন ভারতীয় ব্র্যান্ডের ১৫৫ বোতল মদ আটক করে।
৩৯ বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আব্দুল আওয়াল মঙ্গলবার দুপুরে মাদক ও গরু আটকের সততা নিশ্চিত করে বলেন, আটক গরু ৩ টির সিজার মূল্য ১ লক্ষ্য ৪০ হাজার টাকা। ১৫৫ বোতল ভারতীয় মদের বোতলের সিজার মূল্য ২ লক্ষ ৩২ হাজার ৫ শত টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় গরু চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যরা।
অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।