শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির অভিযানে মালিক বিহীন ভারতীয় পন্ডস ৭২২ পিছ ফেসওয়াশ আটক করা হয়েছে।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের দিক নির্দেশনায় শনিবার রাতে ঝিনাইগাতীর কংশা ইউনিয়নের তাওয়া কুচা গজারীবাগান সংলগ্ন মায়াবিল নামক এলাকায় তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ব্যান্ডের পন্ডস ৭২২ পিছ ফেইসওয়াশ আটক করে।
তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো: আতিয়ার রহমান রবিবার দুপুরে মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ৭২২ পিছ পন্ডস ফেসওয়াশের সিজার মূল্য ২ লক্ষ ৮৮ হাজার ৮ শত টাকা।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।







