স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরী এলাকায় গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী অভিযানে ১৯ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদের বোতল সহ হোসাইন কবির (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত হোসাইন কবির বালিজুরি এলাকার মৃত ছোরহক আলী মেম্বারের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি রেজাউল ইসলাম খানের তত্ত্বাবধানে এসআই কামরুজ্জামান, জুমাইতুল ইসলাম জিতু, শুভ চন্দ্র দে সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানিক দল ১৬ ই অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুরী বাজার সং লগ্ন জৈনক মৃত ছোরহক মেম্বারের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় হোসাইন কে আটক করে পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী হুসাইনের বাড়ির উঠানে গাছ গাছালি দিয়ে ঢাকা অবস্থায় ১টি চটের বস্তা থেকে ১৯ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ রয়েল স্টেজ মদের বোতল উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৫০০ শত টাকা। এ ঘটনায় ডিবির এসআই শুভ্র চন্দ্র দে বাদী হয়ে ধৃত হোসাইন সহ অত্র পাহাড়ি অঞ্চলের আতঙ্ক গোলাপ রহমান, নুরুল ইসলাম, বিপ্লব মিয়া, তাওয়াকোচা এলাকার মামুন কে আসামি করে শুক্রবার বিকেলে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান গ্রেফতার মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শুক্রবার বিকেলে বলেন, ধৃত হোসাইন শ্রীবরদী সীমান্ত জনপদের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক মামলা রয়েছে। আর এ মামলায় গ্রেপ্তার এড়াতে সে পলাতক রয়েছে। দীর্ঘদিন থেকেই হোসাইন, গোলাপ রহমান, মামুন সহ এ চক্রটি পার্শ্ববর্তী ভারত থেকে মাদক এনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ডিবি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
মাদক মুক্ত শেরপুর জেলা গড়তে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।