শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা এলাকা থেকে বিজিবির অভিযানে আটক হয়েছে মালিক বিহীন ভারতীয় নেভিয়া ক্রিম, পন্ডস ব্রাইট ফেইসওয়াশ ও জনসন বেবি শ্যাম্পু।
১লা অক্টোবর বুধবার রাতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধীনস্থ কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি অভিযানিক দল সীমান্ত জনপদের হারিয়াকোনা পাহাড়ি গ্রাম থেকে পন্ডস ব্রাইট ফেইসওয়াশ ১৩৬ পিছ, নেভিয়া ক্রিম ৯৫ পিছ ও জনসন বেবি শ্যাম্পু ৩৩ পিছ আটক করে।
কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ি সুত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশে কর্ণজোড়া বিওপির হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হারিয়াকোনা গ্রামে এ অভিযান পরিচালনা করেন। তবে বিজিবির দাবি তাদের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায় চোরাকারবারী দলের সদস্যরা।
কর্ণজোড়া বিওপি ইনচার্জ শফিকুর রহমান বলেন,উদ্ধারকৃত ভারতীয় কসমেটিক মালামালের সিজার মূল্য ৯২ হাজার ৮ শত টাকা। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।







