শ্রীবরদী প্রতিনিধি:
সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এ স্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতেও আলোচনা সভা ও র্যালীর মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
এ উপলক্ষে সোমবার শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আমীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল হাসান।
এ সময় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের স্টাফ, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।







