শ্রীবরদী প্রতিনিধি:
মাদক ও অনলাইন জুয়া মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তরুণ যুব সমাজকে খেলার মাঠে ফিরে আনতে শেরপুরের শ্রীবরদীতে আয়োজন করা হয়েছে ব্যারিস্টার কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্টের।
মঙ্গলবার রাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পৌর এলাকার পোড়াগড়ে উপজেলা মিনি স্টেডিয়াম প্রাঙ্গনে টুর্নামেন্টের সিজন ৩ খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক শেখ জাবের আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ৩ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, জেলা বিএনপি’র অন্যতম নেতা ও শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজলুল হক চৌধুরী অকুল ,শ্রীবরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রিফাত আহমেদ।
এ সময় বিএনপি নেতা এস এম সোহান, এডভোকেট রেজুয়ান উল্লাহ, মাহফুজুল হক মোল্লা, জামায়াত নেতা আজহারুল ইসলাম মিস্টার, আমির হামজা মিস্টার টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু, আয়োজক কমিটির সদস্য উমান, সুমন, রুকন, সাইফ, রাফি, রায়হান, আবু হুরাইয়া সহ প্রায় ৪ হাজার ক্রিকেট প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ব্যারিস্টার কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৩ তে এবার ২০ দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় খামারিয়া পাড়া ক্রিকেট একাদশ বনাম সাতানী ইউনাইটেড বয়েজ অপরদিকে বাদার্স ইউনিটি ঝিনাইগাতী বনাম শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থা খেলায় অংশগ্রহণ করেন। আগামী ১৭ ই অক্টোবর শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।