শ্রীবরদী প্রতিনিধি:

সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীবরদী উপজেলার বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শারদীয় দুর্গাপুজার শুভেচ্ছা বিনিময় করেছেন শ্রীবরদী উপজেলা যুবদলের আহব্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আবু রায়হান মো: আল বেরুনী।
মঙ্গলবার ও বুধবার তিনি শ্রীবরদী উপজেলায় অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা মন্ডপগুলো পরিদর্শনে এসে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও তার ব্যক্তিগত তহবিল থেকে দূর্গা পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আঙ্গুর, বিএনপি নেতা মিল্লাদ আকন্দ মেম্বার, সোলেমান কবির , রফিকুল ইসলাম, নেতা আরজু, হুসাইন, শ্রমিক দল নেতা শহীদ, উপজেলা পূজা উদযাপন ফন্টের সভাপতি নব কুমার সাহা শম্ভু, সাধারণ সম্পাদক সেতু সাহা সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সনাতন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষর উপস্থিত ছিলেন।