শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার ১৬ নভেম্বর সকালে শ্রীবরদী সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের আয়োজনে সরকারি কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও শেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নিকট স্মারকলিপি প্রদান করেন। বদলির আদেশ প্রত্যাহার না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন। শিক্ষার্থীরা জানান, রিফাত আহমেদ স্যার অত্যন্ত ভালো শিক্ষক। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখেন। কোনো কারণ ছাড়াই তাঁকে ওএসডি করে বদলির আদেশ করা হয়েছে। আমরা এই আদেশ প্রত্যাহার চাই। আদেশ প্রত্যাহার না হলে আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।







