শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই নভেম্বর সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসন পার্কে মত বিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি তুহিনুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সজীব হাসান, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধক্ষ্য মোরশেদ মন্ডল, দপ্তর সম্পাদক রাজু মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক চাম্পা বেগম, সমাজকল্যাণ সম্পাদক মিজান মিয়া, নির্বাহী সদস্য শামসুল হক দারোগা, তৈয়ব আলী প্রমুখ।
এ সময় সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।







